ওয়েবমেট্রিক্স বিশ্ব র্যাঙ্কিংয়ে চার শতাধিক ইরানি বিশ্ববিদ্যালয়
ওয়েবমেট্রিক্স ওয়ার্ল্ড র্যাঙ্কিং ২০২৪-এ ১১ হাজার ৯৮৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মোট ৪৩৫টি ইরানি প্রতিষ্ঠান রয়েছে।
ওয়েবমেট্রিক্স ওয়ার্ল্ড র্যাঙ্কিং ২০২৪-এ ১১ হাজার ৯৮৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মোট ৪৩৫টি ইরানি প্রতিষ্ঠান রয়েছে।ইরানের প্রতিষ্ঠানগুলোর মধ্যে তেহরান বিশ্ববিদ্যালয় শীর্ষে রয়েছে। ২০২৩ সালের র্যাঙ্কিং ৩০৫ থেকে ২০২৪ সালে বিশ্ববিদ্যালয়টি ২৮৫-এ উন্নীত হয়েছে। খবর মেহর নিউজের
দেশের মধ্যে যথাক্রমে দ্বিতীয় থেকে দশম স্থানে রয়েছে তেহরান ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সেস (৪৪৫), শহীদ বেহেশতি ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্স (৬০৬), শরিফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (৬৩৯), আমিরকবির ইউনিভার্সিটি অফ টেকনোলজি (৭৯২), ইরান সায়েন্স অ্যান্ড টেকনোলজি (৮৯০), ইস্ফাহান ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সেস (৯২০) ), ইরান মেডিক্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি (৯৪০), মাশহাদের ফেরদৌসি ইউনিভার্সিটি (৯৪০) এবং শহীদ বেহেশতি ইউনিভার্সিটি (৯৬৭)।
সূত্র: তেহরান টাইমস