এ-লিম্পিয়াড আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতার আয়োজনে ইরান
‘এ-লিম্পিয়াড’ আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতার (আইএমসি) ১৭তম পর্ব আগামী ১ ডিসেম্বর ইরানে অনুষ্ঠিত হবে।
‘এ-লিম্পিয়াড’ আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতার (আইএমসি) ১৭তম পর্ব আগামী ১ ডিসেম্বর ইরানে অনুষ্ঠিত হবে। এ-লিম্পিয়াড হচ্ছে ৩ বা ৪ জন শিক্ষার্থীর দল নিয়ে অনুষ্ঠিত গাণিতিক প্রতিযোগিতা। এটি নেদারল্যান্ডসের ইউট্রেচ্ট ইউনিভার্সিটির ফ্রয়েডেনথাল ইনস্টিটিউট আয়োজিত তিনটি পুরো-দিনের ইভেন্টের মধ্যে একটি।
এ-লিম্পিয়াড বৈশ্বিক গণিত প্রতিযোগিতা ইরান সহ বিশ্বের ১৫টি দেশে অনুষ্ঠিত হয়।
ফ্রয়েডেনথাল ইনস্টিটিউট এবং ইসফাহান ম্যাথমেটিক হাউসের (আইএমএইচ) মধ্যে সহযোগিতা চুক্তির পর এ-লিম্পিয়াড প্রতিযোগিতা ইরানের কয়েকটি শহরে, যেমন ইসফাহান, তেহরান, খোমেইন, জাঞ্জান, ইয়াজদ, বেহশহর, বাবোল, বোরুজেন এবং ইরানশাহরে অনুষ্ঠিত হবে। খবর ইরনার
.