এশিয়ার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, এশিয়ার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার ওপর তেহরান ব্যাপক মাত্রায় জোর দিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, এশিয়ার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার ওপর তেহরান ব্যাপক মাত্রায় জোর দিয়েছে।
তিনি গতকাল (রোববার) তেহরানে বলেন, ইরানের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি আঞ্চলিক ও এশিয়ার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।
অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সংস্থা ‘ইকো’ প্রতিষ্ঠার ৩০তম বর্ষপূর্তি উপলক্ষে আমির-আব্দুল্লাহিয়ান এ বক্তব্য দেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই নীতি বাস্তবায়নে ইকোর মতো বহুজাতিক ও আঞ্চলিক সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, সৌভাগ্যক্রমে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে ইকোভুক্ত প্রতিটি দেশ নিজ নিজ ভূমিকা সম্পর্কে সচেতন। মন্ত্রী বলেন, সংস্থাটির গঠনকাঠামোর আওতায় সহযোগিতা বিস্তারের প্রতিটি সুযোগকে তেহরান কাজে লাগিয়েছে।
১৯৮৫ সালে ইরান, পাকিস্তান ও তুরস্ক মিলে ‘ইকো’ গঠন করে এবং তেহরানে এই সংস্থার সদরদপ্তর প্রতিষ্ঠিত হয়।সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, কারিগরি ও সাংস্কৃতিক সহযোগিতা শক্তিশালী করতে এটি গঠন করা হয়। পরবর্তীতে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ১৯৯২ সালে সংস্থাটিতে আফগানিস্তান, আজারবাইজান, কাজাখস্তান, কিরঘিজিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্কানকে অন্তর্ভুক্ত করা হয়।# পার্সটুডে
.