• Oct 28 2025 - 05:13
  • 6
  • : 1 minute(s)

এশিয়ার দুটি বড় ক্রীড়া ইভেন্টের আয়োজক ইরান

অনুর্ধ্ব ১৮ ইরানি নারী ভলিবল দল এশিয়ান যুব গেমসে শীর্ষ ৪ দলে উন্নীত হয়েছে।

অনুর্ধ্ব ১৮ ইরানি নারী ভলিবল দল এশিয়ান যুব গেমসে শীর্ষ ৪ দলে উন্নীত হয়েছে।

পার্সটুডে লিখেছে, বাহরাইনের মানামায় তৃতীয় এশিয়ান যুব গেমসে গতকাল রোববার অনূর্ধ্ব ১৮ ইরানি মহিলা ভলিবল দল হংকংয়ের মুখোমুখি হয়। ইরানি মহিলা ভলিবল দল হংকংকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষ চার দলে উন্নীত হয়।

ইরানি মহিলা ভলিবল দল এখন পর্যন্ত কাতার, বাহরাইন, চাইনিজ তাইপে, ইন্দোনেশিয়া এবং হংকংয়ের বিরুদ্ধে জয়লাভ করে। এখন তাদের ফিলিপাইন এবং চাইনিজ তাইপে ম্যাচের বিজয়ীর মুখোমুখি হতে হবে।

মুয়ে থাই ব্রোঞ্জপদক জিতেছেন ইরানি মেয়ে

মানামা আয়োজিত তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমসে ১৪-১৫ বছর বয়সী মেয়েদের ভি ক্রস ক্যাটাগরিতে মুয়ে থাই ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সেখানে ইরানের মেয়ে সৌদা অগয়ি ০৮.১৭ স্কোর করে চতুর্থ স্থান অধিকার করেন। ৮.০৭ স্কোর করে এই পর্যায়ে পৌঁছানো এবং প্রাথমিক রাউন্ডে চতুর্থ স্থান অধিকার করা অগয়ি এই বয়স গ্রুপে তৃতীয় স্থান অধিকার করে যৌথভাবে ব্রোঞ্জ পদক জিতেছেন।

ইরান দুটি বড় এশিয়ান ক্যানোয়িং ইভেন্টের আয়োজন করবে

থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান ক্যানোয়িং কনফেডারেশনের সভায়, ইরান ২০২৭ সালে দুটি বড় মহাদেশীয় ইভেন্ট আয়োজক হবে। সে অনুযায়ী, ইরানকে কিশ দ্বীপে এশিয়ান অনূর্ধ্ব-১৮ স্প্রিন্ট স্লালম চ্যাম্পিয়নশিপ (যুব অলিম্পিক ফরম্যাট) এবং তেহরানে ২০২৭ এশিয়ান ক্যানো এবং কায়াক কাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়। এছাড়াও, সদস্যদের ভোটে ইরানি প্রতিনিধি হাসান তেইমুরিতাশকে আবারও এশিয়ান প্যারা ক্যানো কমিটির চেয়ারম্যান হিসেবে বহাল রাখা হয়।

বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেরা মুহূর্তগুলির মধ্যে ইরানি নারী ভারোত্তোলন

মিশরে অনুষ্ঠিত ২০২৫ সালের নারী ভারোত্তোলন বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেরা মুহূর্তগুলির মধ্যে ছিল ইরানের নারী ভারোত্তোলন জাতীয় দলের দুটি পদক পাওয়া। আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি) বিশ্ব ভারোত্তোলন ওয়েবসাইট একটি প্রতিবেদনে বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের সেরা মুহূর্তগুলির ছবি ও প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে  ভারোত্তলনে ইরানি আতিয়ে সদাত হোসেইনি এবং নিকো রুজবাহানির ইতিহাস সৃষ্টিকারী মুহূর্তটি ছিল সেরা মুহূর্ত। তারা যথাক্রমে ভারোত্তোলনের প্রথম পদক এবং প্রাপ্তবয়স্ক বিভাগে এই শৃঙ্খলার প্রথম পদক অর্জন করতে সক্ষম হন।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: