এশিয়াকে কেন্দ্র করে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে উঠছে: প্রেসিডেন্ট রায়িসি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাঈয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, এশিয়াকে কেন্দ্র করে একটি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে উঠছে এবং আগের বিশ্ব ব্যবস্থার স্থান দখল করবে এটি।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাঈয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, এশিয়াকে কেন্দ্র করে একটি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে উঠছে এবং আগের বিশ্ব ব্যবস্থার স্থান দখল করবে এটি।
চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ছাত্র এবং শিক্ষাবিদদের এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এ কথা বলেন প্রেসিডেন্ট রায়িসি। এ সময় তিনি আসন্ন বিশ্ব ব্যবস্থায় চীনের বিশেষ গুরুত্বপূর্ণ অবস্থানের কথা তুলে ধরেন। ইরানি প্রেসিডেন্ট বলেন, নতুন বিশ্ব ব্যবস্থায় সত্যিকার অর্থেই বহুপাক্ষিকতা, সর্বোচ্চ সমন্বয়, সংহতি ও ঐক্য থাকবে যা আগের একাধিপত্ববাদের সাথে অনেক ভিন্ন। নতুন বিশ্ব ব্যবস্থায় স্বচ্ছতা এবং ন্যায় প্রতিষ্ঠিত থাকবে।
তিনি বলেন, নতুন বিশ্ব ব্যবস্থার প্রাণকেন্দ্রে থাকবে এশিয়া। এজন্য শান্তিরক্ষা ও এর উন্নয়ন ঘটানো বিশাল এই মহাদেশের জন্য শুধুমাত্র পছন্দই নয়, বরং তা খুবই জরুরি প্রয়োজন। নিজ দেশের সামরিক শক্তি প্রসঙ্গে প্রেসিডেন্ট রায়িসি বলেন, ইরানের সামরিক শক্তি ও আঞ্চলিক সক্ষমতা শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য নিবেদিত। ইরানের সামরিক বাহিনী শুধুমাত্র বলদর্পি শক্তির মোকাবেলায় মোতায়েন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।# পার্সটুডে
.