• Jul 16 2024 - 17:13
  • 34
  • : Less than one minute

এভিসি বিচ ট্যুরের ফাইনালে ইরান

চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত ২০২৪ এভিসি বিচ ট্যুরে স্বাগতিক চীনকে ২-০ (২১-১৪, ২১-১৮) ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ইরানের জাতীয় বিচ ভলিবল দল।

চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত ২০২৪ এভিসি বিচ ট্যুরে স্বাগতিক চীনকে ২-০ (২১-১৪, ২১-১৮) ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ইরানের জাতীয় বিচ ভলিবল দল।
টুর্নামেন্টের আগের ম্যাচে ইরান হংকং, চীন ও অস্ট্রেলিয়ার দলগুলোকে হারিয়েছে।

রোববার চ্যাম্পিয়নশিপের জন্য থাইল্যান্ডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে ইরান।আব্বাস পুর-আসগারি এবং আলি-রেজা আগাজানি এই ক্রীড়া ইভেন্টে ইরানের জাতীয় বিচ ভলিবল দলের প্রতিনিধিত্ব করছেন।

এভিসি বিচ ট্যুর তিয়ানজিন ওপেন ১১ থেকে ১৪ জুলাই চীনের ডংজিয়াং গাল্ফ বিচ, বিনহাই, তিয়ানজিনে অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: