এবছর ইরানের আর্থিক প্রবৃদ্ধি বাড়বে ৩ দশমিক ৭ শতাংশ
তেল রপ্তানি বৃদ্ধি এবং সেই সাথে জনসাধারণকে করোনাভাইরাসের টিকা দেওয়ার কারণে ইরানের আর্থিক প্রবৃদ্ধি এবছর ৩ দশমিক ৭ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে।
তেল রপ্তানি বৃদ্ধি এবং সেই সাথে জনসাধারণকে করোনাভাইরাসের টিকা দেওয়ার কারণে ইরানের আর্থিক প্রবৃদ্ধি এবছর ৩ দশমিক ৭ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশ্বব্যাংক (ডব্লিউবি) সর্বশেষ প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়েছে।
বিশ্বব্যাংক এই বছর ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আগের দেওয়া পূর্বাভাস সংশোধন করেছে। সংশোধিত ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, ইরানের অর্থনীতি চলতি বছর ২০২২ সালে ৩ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পাবে। যা এই সময়ের মধ্যে বিশ্বের গড় অর্থনৈতিক প্রবৃদ্ধির স্তরের চেয়ে বেশি হবে। সূত্র: মেহর নিউজ।
.