একশ বিদেশি প্রকাশক নিয়ে তেহরান আন্তর্জাতিক বইমেলা শুরু
ইরানের রাজধানীর ইমাম খোমেইনি গ্র্যান্ড মোসাল্লায় ৩৪তম তেহরান আন্তর্জাতিক বই মেলা (টিআইবিএফ) শুরু হয়েছে।
ইরানের রাজধানীর ইমাম খোমেইনি গ্র্যান্ড মোসাল্লায় ৩৪তম তেহরান আন্তর্জাতিক বই মেলা (টিআইবিএফ) শুরু হয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।
৩৪তম তেহরান আন্তর্জাতিক বইমেলার ডেপুটি ডিরেক্টর আলী রামেজানি বলেছেন, বইমেলার ভার্চুয়াল এবং ইন্ডিভিজুয়াল বিভাগে প্রায় ১০০ বিদেশী প্রকাশক, ২০০ বই বিক্রেতা এবং ২ হাজার ৭শটি দেশীয় প্রকাশক অংশ নিয়েছে।
মেলায় মাস্কাট, দোহা এবং নয়া দিল্লি বই মেলার পরিচালকরা যোগ দিয়েছেন উল্লেখ করে তিনি জানান, তাজিকিস্তান এবং ভেনিজুয়েলার মন্ত্রীরা এবারের প্রদর্শনীতে অংশ নেন।
তিনি আরও জানান, তাজিকিস্তান তেহরান আন্তর্জাতিক বইমেলায় সম্মানিত অতিথি।
এবারের বইমেলার মূলমন্ত্র ‘ভবিষ্যত পাঠযোগ্য’। ইমাম খোমেইনি গ্র্যান্ড মোসাল্লায় ৩৪তম তেহরান আন্তর্জাতিক বইমেলা ২০ মে শুরু হয়ে চলবে ৩০ মে পর্যন্ত। সূত্র: মেহর নিউজ।
.