• Sep 7 2023 - 06:09
  • 89
  • : Less than one minute

একতরফা নিষেধাজ্ঞা অকার্যকর করার চেষ্টা করছে ইরান: মুখপাত্র

অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে ইরান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা থেকে কী ফল বেরিয়ে আসে তার অপেক্ষায় বসে থাকবে না।

অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে ইরান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা থেকে কী ফল বেরিয়ে আসে তার অপেক্ষায় বসে থাকবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি একথা জানিয়েছেন।

তিনি গতকাল (সোমবার) সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, পরমাণু সমঝোতা বা জেসিপিওএ পুনরুজ্জীবনের আলোচনার দিকে তাকিয়ে না থেকে ইরান একতরফা মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করে দেয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, বিশ্বের যেসব দেশ পারস্পরিক সম্মানের ভিত্তিতে ইরানের সঙ্গে সম্পর্কের উন্নতি চায় সেসব দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে ইরানের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ইরান নিজের এই অবস্থান জানান দিতে পেরেছে বলে উল্লেখ করেন কানয়ানি। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও দাবি করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

বহির্বিশ্বের সঙ্গে ইরানের সম্পর্কের উন্নতির নিদর্শন হিসেবে তিনি উদীয়মান অর্থনীতির দেশগুলোর সংস্থা ব্রিকসে ইরানের সদস্যপদ লাভের কথা জানান। গতমাসে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে যে ছয়টি দেশকে নতুন করে সংস্থাটির পূর্ণাঙ্গ সদস্যপদ দেয়া হয় সেগুলোর মধ্যে ইরান অন্যতম।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: