• Jul 15 2024 - 18:00
  • 25
  • : Less than one minute

এআই’য়ে বিশ্ব সেরার তালিকায় ইরানের ১০০ বিশ্ববিদ্যালয়

শিক্ষা খাতে সোশ্যাল মিডিয়া বিশ্লেষণভিত্তিক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং পদ্ধতি ‘এডুর‌্যাঙ্ক’-এ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ইরানের ১শ’টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

শিক্ষা খাতে সোশ্যাল মিডিয়া বিশ্লেষণভিত্তিক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং পদ্ধতি ‘এডুর‌্যাঙ্ক’-এ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ইরানের ১শ’টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
 গবেষণা কর্মক্ষমতার ভিত্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলির এই র‌্যাঙ্ক প্রকাশ করা হয়।

এডুর‌্যাঙ্ক প্রকাশ করার জন্য বিশ্বের ৫ হাজার ৭৪৩টি বিশ্ববিদ্যালয়ের তৈরি ১ কোটি ৩৪ লাখ একাডেমিক পেপার থেকে প্রাপ্ত ২৫২ মিলিয়ন উদ্ধৃতির একটি গ্রাফ ব্যবহার করা হয়।

এই তালিকায় তেহরান বিশ্ববিদ্যালয় এশিয়ায় ৫৬তম এবং বিশ্বে ২০১তম অবস্থান নিয়ে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে।আমিরকবির ইউনিভার্সিটি অব টেকনোলজি (এশিয়ায় ৭০তম এবং বিশ্বব্যাপী ২৬৬) এবং ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এশিয়ায় ৮৩তম এবং বিশ্বে ৩১৮তম) যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

এডুর‌্যাঙ্কের উপর ভিত্তি করে, তেহরান ইউনিভার্সিটি ইসলামিক দেশগুলির মধ্যে এআই-এর ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে। ইউনিভার্সিটি অব টেকনোলজি মালয়েশিয়া (বিশ্বে র‍্যাঙ্কিং ৩০৬) এবং ইস্তাম্বুল টেকনিক্যাল ইউনিভার্সিটি (বিশ্বব্যাপী ৩৭৫ র‍্যাঙ্কিং) দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে।
 সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: