ইসলামি প্রজাতন্ত্রের বার্তা হচ্ছে সরকার হবে ধর্ম ও জনগণ ভিত্তিক: ইরানের সর্বোচ্চ নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইসলামি প্রজাতন্ত্রের নতুন বার্তা ও আইডিয়া এটাই যে, ধর্মীয় নীতি-বিশ্বাস এবং জনগণের ওপর ভিত্তি করে সরকার পরিচালিত হবে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইসলামি প্রজাতন্ত্রের নতুন বার্তা ও আইডিয়া এটাই যে, ধর্মীয় নীতি-বিশ্বাস এবং জনগণের ওপর ভিত্তি করে সরকার পরিচালিত হবে।
তিনি আজ (সোমবার) তেহরানে ইউরোপস্থ 'ইউনিয়ন অব ইসলামিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন্স' এর একদল সদস্যের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।
সর্বোচ্চ নেতা আরও বলেছেন, কিছু নীতি স্থায়ী। যেমন ন্যায়বিচার। এটা হাজারো বছর আগেও ছিল, এখনও আছে। এটা পুরনো হবার নয়। কিন্তু ন্যায় প্রতিষ্ঠার ধরণে পরিবর্তন ও নতুনত্ব থাকতে পারে।
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, বিজ্ঞান ও বৈজ্ঞানিক উন্নয়ন দেশের আলোচিত বিষয়। জ্ঞান-বিজ্ঞানে উন্নতির বিষয়টি ভুলে গেলে চলবে না। এটা মনে করা ঠিক হবে না যে, ধর্ম ও বিপ্লবের নানা দিকের ওপর জোর দেওয়ার কারণে বৈজ্ঞানিক উন্নয়নকে উপেক্ষা করা হয়।#
পার্সটুডে
.