• Jun 23 2024 - 16:20
  • 23
  • : Less than one minute

ইরান ৫০ দেশে চিকিৎসা ও ওষুধ পণ্য রপ্তানি করে

ইরান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (আইএফডিএ) জানিয়েছে, দেশটি বিশ্বের প্রায় ৫০টি দেশে কাঁচামাল এবং ওষুধ পণ্য রপ্তানি করে।

ইরান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (আইএফডিএ) জানিয়েছে, দেশটি বিশ্বের প্রায় ৫০টি দেশে কাঁচামাল এবং ওষুধ পণ্য রপ্তানি করে। আইএফডিএ-এর রপ্তানি নীতি নির্ধারণী কাউন্সিলের সচিব আসিফ মাহদাভি বলেছেন, প্রায় ১০০টি কোম্পানি ইরানের কাঁচামাল এবং ফার্মাসিউটিক্যাল পণ্য প্রায় ৫০টি গন্তব্যে রপ্তানি করে।

ইরানি কোম্পানিগুলোর অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি কয়েকগুণ বেশি ওষুধ উৎপাদনের সক্ষমতা রয়েছে বলে জানান তিনি। মাহদাভি আরও উল্লেখ করেন, এই বছরের প্রথম চার মাসে চিকিৎসা সরঞ্জাম রপ্তানি ৩০০ শতাংশ বেড়েছে।

এর আগে, আইএফডিএ প্রধান হেইদার মোহাম্মাদি বলেছিলেন, ইরানের ওষুধ বাজারের মূল্য ১০৬ ট্রিলিয়ন টোমান (২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি)। দেশে ব্যবহৃত ওষুধের ৯৯ শতাংশ অভ্যন্তরীণভাবে উত্পাদিত হয়।

বিগত বছরগুলিতে ইরান অবৈধ পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও চিকিৎসা খাতে দুর্দান্ত অগ্রগতি লাভ করেছে। বর্তমানে দেশটি ওষুধ ও স্বাস্থ্য সরঞ্জাম উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠেছে এবং অনেক দেশে বিক্রি বাড়িয়েছে। সূত্র- মেহর নিউজ

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: