• Feb 26 2023 - 09:08
  • 75
  • : Less than one minute

ইরান ২০০০ মেগাওয়াট ক্ষমতার পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই'র প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্থান প্রদেশে ২০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই'র প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্থান প্রদেশে ২০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তেহরান এই কেন্দ্রের নির্মাণ কাজ সম্পন্ন করতে যাচ্ছে।মোহাম্মদ ইসলামি জানান, খুজেস্তান প্রদেশের শদেগান এলাকায় কারুন পরমাণু বিদ্যুৎ স্থাপনা নামে এই কেন্দ্র নির্মাণ করা হবে এবং এখান থেকে প্রাথমিক পর্যায়ে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। আঞ্চলিক ব্যবহারের জন্য এইওআই পরবর্তীতে কয়েক ধাপে এ‌ কেন্দ্রের পূর্ণ সক্ষমতা কাজে লাগাবে।

মোহাম্মদ ইসলামি বলেন, “শত্রুরা নিষেধাজ্ঞার মাধ্যমে আমাদের ইচ্ছা শক্তিকে দমিয়ে রাখতে পারবে না। তারা এত বছর পরও ইরানের পরমাণু বিদ্যুৎ স্থাপনা নির্মাণের ক্ষেত্রে সহযোগিতা করছে না তবে, অভ্যন্তরীণ সক্ষমতার ওপর নির্ভর করে ইরানের আণবিক শক্তি সংস্থা নিজেই এই প্রকল্প বাস্তবায়ন করছে।”

গত ডিসেম্বর মাসে মোহাম্মাদ ইসলামি কারুন পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তখন তিনি জানিয়েছিলেন, সরকার অল্প খরচে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে।# পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: