• Jan 4 2023 - 12:15
  • 88
  • : Less than one minute

ইরান সাংস্কৃতিক কেন্দ্রে ফারসি ভাষা শিক্ষার হায়ার ডিপ্লোমা কোর্সে ভর্তি চলছে

ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রে ফারসি ভাষা শিক্ষা কোর্সের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রে ফারসি ভাষা শিক্ষা কোর্সের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১০ জানুয়ারি ২০২৩ থেকে হায়ার ডিপ্লোমা কোর্সের ক্লাস শরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ইরানিয়ান ভিজিটিং প্রফেসর ড. মাজিদ পুইয়ান-এর তত্ত্বাবধানে কোর্সটি পরিচালিত হবে। ফারসি ভাষার জুনিয়র ও সিনিয়র কোর্স সম্পন্নকারী আগ্রহী প্রার্থীরা এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন।

কোর্সের মেয়াদ: ৬ মাস
ভর্তি ফি: ১২০০ টাকা (শিক্ষার্থীদের জন্য ১০০০ টাকা )
ক্লাসের সময়: প্রতি মঙ্গলবার বিকাল ৩.০০ থেকে ৫.০০
রেজিস্ট্রেশন করতে প্রয়োজনীয়: ২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্র ও স্টুডেন্ট আইডি (শিক্ষার্থীদের ক্ষেত্রে)-র ফটোকপি

আগ্রহীদের রেজিস্ট্রেশনের জন্য নিম্নের নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।
০১৮৬৪-০০০১৬০ অথবা ০২-৪১০২০৪২১-২৪
সরাসরি যোগাযোগের ঠিকানা: ইরান সাংস্কৃতিক কেন্দ্র, বাড়ি নং– ৭, রোড নং– ১১ (পুরাতন ৩২ )ধানমন্ডি আ/এ, ঢাকা ।
ই-মেইল: dhaka.icro@gmail.com

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: