ইরান বিদ্যুৎ শিল্পে ৯০ ভাগ স্বয়ংসম্পূর্ণ
ইরানের জ্বালানি মন্ত্রণালয়ের বিদ্যুৎ খাতের মুখপাত্র মোস্তফা রাজাবি মাশহাদি বলেছেন, তার দেশ বর্তমানে বিদ্যুৎ শিল্পে ৯০ শতাংশ স্বয়ংসম্পূর্ণ।
ইরানের জ্বালানি মন্ত্রণালয়ের বিদ্যুৎ খাতের মুখপাত্র মোস্তফা রাজাবি মাশহাদি বলেছেন, তার দেশ বর্তমানে বিদ্যুৎ শিল্পে ৯০ শতাংশ স্বয়ংসম্পূর্ণ। এই খবর দিয়েছে বার্তা সংস্থা ইরনা।
বিদ্যুৎ শিল্পে সক্রিয় জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলির জন্য ২৬ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ৬৭ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ বরাদ্দের দিকে ইঙ্গিত করে রাজাবি মাশহাদি বলেন, “নিষেধাজ্ঞায় সৃষ্ট অসুবিধা অতিক্রম করে বর্তমানে বিদ্যুৎ শিল্পে ৯০ শতাংশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার পেছনে রয়েছে জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলির প্রচেষ্টা।’’ সূত্র: তেহরান টাইমস।
.