• Oct 30 2024 - 16:24
  • 5
  • : Less than one minute

ইরান পশ্চিম এশিয়ায় ফার্মকোজেনেটিক বিজ্ঞানের প্রধান কেন্দ্র

প্রথম আন্তর্জাতিক ফার্মকোজেনেটিক কংগ্রেসের প্রধান জানিয়েছেন ইসলামী ইরান পশ্চিম এশিয়ায় ফার্মকোজেনেটিক বিজ্ঞানে সবচেয়ে অগ্রসর।

প্রথম আন্তর্জাতিক ফার্মকোজেনেটিক কংগ্রেসের প্রধান জানিয়েছেন ইসলামী ইরান পশ্চিম এশিয়ায় ফার্মকোজেনেটিক বিজ্ঞানে সবচেয়ে অগ্রসর।

ইরানে এই বিজ্ঞানের জনক হিসবে খ্যাত ও প্রথম আন্তর্জাতিক ফার্মকোজেনেটিক কংগ্রেসের প্রধান দারিয়ুশ ফারহুদ এক সংবাদ-সম্মেলনে এই মন্তব্য করেছেন। তিনি অতীতে এই বিজ্ঞানের অ-সুসংগঠিত থাকার কথা উল্লেখ করে বলেছেন,  রোগীর সাথে ওষুধের অভিযোজন এবং ওষুধের পরিবর্তনের প্রতি রোগীর ভিন্ন প্রতিক্রিয়া রোগের চিকিৎসায় জেনেটিক তথা বংশগতিজনিত লক্ষণগুলোর প্রভাবের লক্ষণ।

তিনি বলেছেন, ফার্মাকোজেনেটিক বিজ্ঞানের সাহায্যে প্রথম থেকেই ক্যান্সারের চিকিৎসা করা হলে রোগীর একাধিক কেমোথেরাপি এবং চিকিৎসার ব্যর্থতা থেকে মুক্তি পাওয়া সম্ভব। সৌভাগ্যবশত, ইরানী ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো রোগের জেনেটিক্সের উপর ভিত্তি করে কিছু ক্যান্সারের লক্ষ্য-মাত্রাযুক্ত ওষুধ তৈরির প্রথম পদক্ষেপ নিয়েছে এবং এখন ইরান এই অঞ্চলে এই বিজ্ঞানের কেন্দ্র হিসেবে পরিচিত বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, ফার্মাকোজেনেটিক্স কংগ্রেসের বৈজ্ঞানিক সম্পাদক "আলিরেজা বিগলেরি" বলেছেন যে ওষুধের কার্যকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া মানুষের জেনেটিক্স-এর মাধ্যমে প্রভাবিত হয়। তিনি বলেছেন, ইসলামী ইরান জেনেটিক বিদ্যায় বেশ অগ্রসর এবং এক্ষেত্রে আরও সাফল্যের জন্য চিকিৎসার সব উপকরণ ও নীতি প্রণয়নের লক্ষ্যে ফার্মাকোজেনেটিক্স বিদ্যার ভালোভাবে আয়ত্ত করা জরুরি। #

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: