ইরান ও সৌদির মধ্যে সরাসরি শিপিং লাইন চালু হচ্ছে
ইরান ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণ ইরানের বুশেহর প্রদেশের কাঙ্গান এবং সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামের মধ্যে একটি সরাসরি শিপিং লাইন স্থাপনের পরিকল্পনা করছে দুই দেশ।
ইরান ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণ ইরানের বুশেহর প্রদেশের কাঙ্গান এবং সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামের মধ্যে একটি সরাসরি শিপিং লাইন স্থাপনের পরিকল্পনা করছে দুই দেশ।
বুশেহরের গভর্নর আহমেদ মোহাম্মাদিজাদে শনিবার গভীর রাতে বলেছেন, পারস্য উপসাগরের দেশগুলির সাথে ইরানের বাণিজ্য বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে অর্থনৈতিক কূটনীতি বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মেহেদি সাফারির সাম্প্রতিক সফরে ইরান ও সৌদি আরবের মধ্যে শিপিং লাইন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মোহাম্মাদিজাদে আরও বলেন, কাঙ্গনে প্রবর্তিত উন্নয়ন প্রকল্পগুলির কাজ শেষের পথে। ফলে অদূর ভবিষ্যতে বন্দরে বড় জাহাজ নোঙর করতে পারবে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ