• Jun 27 2024 - 19:03
  • 24
  • : Less than one minute

ইরান আগামী সপ্তাহে দুটি বড় স্যাটেলাইট উৎক্ষেপণ করবে

ইরানের মহাকাশ সংস্থার (আইএসএ) প্রধান হাসান সালারিয়ে বলেছেন, ইরান আগামী সপ্তাহে দুটি উল্লেখযোগ্য স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে৷

ইরানের মহাকাশ সংস্থার (আইএসএ) প্রধান হাসান সালারিয়ে বলেছেন, ইরান আগামী সপ্তাহে দুটি উল্লেখযোগ্য স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে৷ সালারিয়ে শনিবার বলেন, ২১ জুলাইয়ের আগে স্যাটেলাইট দুটি উৎক্ষেপণের কথা রয়েছে। আইএসএ বর্তমানে স্যাটেলাইট এবং উৎক্ষেপণ রকেটগুলির মধ্যে সামঞ্জস্যতা পরীক্ষা করছে।

আইএসএ প্রধান বলেন, উৎক্ষেপণ ও বহনকারী রকেটের মধ্যে সামঞ্জস্যতা রক্ষা করা এবং যৌথ পরীক্ষাগুলি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। এক্ষেত্রে কখনও কখনও কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে বিলম্বের মুখোমুখি হতে পারে। তবে তিনি আশ্বস্ত করেছেন, সামঞ্জস্য পরীক্ষায় শতভাগ সাফল্যের হার নিশ্চিত করার পরেই স্যাটেলাইট উৎক্ষেপণ এগিয়ে যাবে।
 
মঙ্গলবার ইরানের যোগাযোগ মন্ত্রী ইসা জারেপুর সাম্প্রতিক বছরগুলিতে দেশের মহাকাশ ও যোগাযোগ খাতের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, আড়াই বছরেরও কম সময়ে ১২টি স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে এবং ইরানের মহাকাশ ইতিহাসে একটি নতুন রেকর্ড স্থাপনের জন্য বর্তমান প্রশাসনের শেষ নাগাদ আরও দুটি উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছে। সূত্র: মেহর নিউজ

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: