• Jun 22 2025 - 14:31
  • 23
  • : 1 minute(s)

ইরান- সিরিয়া, লেবানন বা গাজা নয়: ইসরাইলকে শিক্ষা দেবে

ইসরাইলি অন্যান্য নেতাদের মতো বেনিয়ামিন নেতানিয়াহুও রক্তপাতের নেতা হিসেবে পরিচিত।

ইসরাইলি অন্যান্য নেতাদের মতো বেনিয়ামিন নেতানিয়াহুও রক্তপাতের নেতা হিসেবে পরিচিত। গত ২০ মাসে, তিনি গাজায় ৬০,০০০ এরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের মৃত্যু, ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল এবং মসজিদ প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছেন।

ইরানের ইংরেজি দৈনিক তেহরান টাইমসের প্রতিবেদনে আরো লেখা হয়েছে,ইসরাইলি নেতাদের মতো কেউই খুন করে না। আর বিশ্ব তাদের প্রতিনিয়ত পুরস্কৃত করে। সব মিলিয়ে, একজন ইসরাইলি নেতাকে হত্যা করার জন্য এখনকার আবহাওয়া একেবারেই উপযুক্ত। ইরান গাজা, লেবানন বা সিরিয়া নয়। ইরান বিশ্বের প্রাচীনতম সভ্যতা নিয়ে গর্ব করে। কয়েক দশকের কষ্টের মধ্য দিয়ে গড়ে ওঠা তার সামরিক বাহিনী স্বাধীনভাবে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র তৈরি করেছে এবং একটি গভীর নীতিমালা তৈরি করেছে: তারা দেশের জন্য মৃত্যুকে চূড়ান্ত সম্মান হিসেবে গণ্য করে। ইরানের জনগণও নিষ্ক্রিয় নাগরিক নয়। বিদেশি আগ্রাসনের সময়ে আমরা এক হয়ে যাই।

গতকাল পর্যন্ত কেউ কেউ কিছু নির্দিষ্ট সরকারি নীতির বিরোধিতা করলে বা এমনকি সরকারের সাথে কোনও অনুরণন অনুভব না করলেও তা গুরুত্বপূর্ণ নয়। ইরানবে রক্ষা করার ক্ষেত্রে,কোনও রাজনৈতিক,আদর্শিক বা সামাজিক বন্ধন আমাদের ঐক্য ভাঙতে পারে না। ১৩ জুন ইরানের আবাসিক ভবন, সামরিক স্থাপনা এবং পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা করে ইসরাইল। প্রাথমিকভাবে নেতানিয়াহু এবং তার মন্ত্রীদের উন্মাদ আনন্দে ভরিয়ে তুলছে তাদের আগ্রাসনের অভিযান। তবে নেতানিয়াহুর ভুল বুঝতে ২৪ ঘন্টারও কম সময় লেগেছে।

ইরান তার শীর্ষ সামরিক নেতাদের হত্যার দিনেই প্রতিশোধমূলক হামলা শুরু করে অধিকৃত অঞ্চলগুলিতে অবিরাম আঘাত হানার প্রতিশ্রুতি দেয় যতক্ষণ না ইসরাইল তার শিক্ষা গ্রহণ করে।# পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: