• Mar 15 2023 - 06:27
  • 83
  • : Less than one minute

ইরান-সৌদি সম্পর্ক পুনঃস্থাপনের চুক্তিকে স্বাগত জানালো রাশিয়া

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পূনঃপ্রতিষ্ঠার বিষয়ে গত শুক্রবার যে চুক্তি হয়েছে তাকে স্বাগত জানিয়েছে রাশিয়া।

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পূনঃপ্রতিষ্ঠার বিষয়ে গত শুক্রবার যে চুক্তি হয়েছে তাকে স্বাগত জানিয়েছে রাশিয়া। চীনের রাজধানী বেইজিংয়ে এই চুক্তি সই হয় এবং এক্ষেত্রে চীন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে।

গতকাল (সোমবার) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানকে টেলিফোন করে চুক্তিকে স্বাগত জানান। এ সময় দুই মন্ত্রী ইরান ও রাশিয়ার মধ্যে সই হওয়া বিভিন্ন চুক্তি ও সমঝোতা বাস্তবায়নের বিষয় নিয়েও কথা বলেন। 

এছাড়া ইরান, রাশিয়া, তুরস্ক এবং সিরিয়ার মধ্যকার আসন্ন বৈঠকের বিষয় নিয়েও আলোচনা করেন দুই মন্ত্রী। ওই বৈঠকে সিরিয়া এবং তুরস্কের মধ্যকার বিদ্যমান সমস্যা সমাধানের বিষয় নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা হবে।

তুরস্ক, সিরিয়া এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে দামেস্ক এবং আংকারার মধ্যকার দ্বন্দ্ব নিরসনের প্রচেষ্টা চালাবেন। যদি প্রয়োজন হয় তাহলে রাষ্ট্র প্রধানরা বৈঠকে মিলিত হবেন।# পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: