• Dec 14 2022 - 11:26
  • 78
  • : 1 minute(s)

ইরান-চীনের ২৫ বছর মেয়াদী চুক্তি বাস্তবায়ন পরিকল্পনা শুরু

ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং চীনের মধ্যে যে ২৫ বছর মেয়াদী পূর্ণাঙ্গ চুক্তি সই হয়েছে তা বাস্তবায়নের পরিকল্পনা শুরু হয়েছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং চীনের মধ্যে যে ২৫ বছর মেয়াদী পূর্ণাঙ্গ চুক্তি সই হয়েছে তা বাস্তবায়নের পরিকল্পনা শুরু হয়েছে। এ লক্ষ্যে চীনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে ইরান সফর করছে যার নেতৃত্বে রয়েছেন চীনের উপ প্রধানমন্ত্রী হু চুনহুয়া। তিনি এরইমধ্যে প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসির সাক্ষাৎ করেছেন।

গতকাল (মঙ্গলবার) প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাতের পর চীনের এ শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ইরানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং সে সময় দুই পক্ষ মোট ১৬টি সমঝোতা স্মারক বা এমওইউ সই করে। এ সমঝোতার মধ্যদিয়ে ইরান ও চীনের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার হবে যার মূলে রয়েছে ২৫ বছর মেয়াদি এই সহযোগিতা চুক্তি। গত বছরের মার্চ মাসে এ চুক্তি সই হয়।

চুক্তির আওতায় ইরান ও চীন তেল, গ্যাস, ব্যাংকিং, বিনিয়োগ এবং কৌশলগত বিভিন্ন প্রকল্প গ্রহণ করবে। এ বিষয়গুলোই এখন চীনা প্রতিনিধিদলের সঙ্গে ইরান আলোচনা করছে। 

ইরানের অর্থমন্ত্রীর তথ্য অনুসারে, এরইমধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য শতকরা ২০ ভাগ বেড়ে গেছে এবং ২০২৩ সালে বাণিজ্যের মাত্রা আরও বেশি হবে বলে আশা করা যাচ্ছ। তেহরানের ওপর ওয়াশিংটন দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও চীন এখনো ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা।
চীন এবং ইরানের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়লে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য বদলে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।# পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: