ইরান-ইরাক সীমান্ত শহরগুলোতে হস্তশিল্পের প্রদর্শনী
ইরান-ইরাক সীমান্ত শহর চাজাবেহ এবং শালামচেহে ইরানের হস্তশিল্প এবং ঐতিহ্যবাহী শিল্পের প্রদর্শনী শুরু হয়েছে।
ইরান-ইরাক সীমান্ত শহর চাজাবেহ এবং শালামচেহে ইরানের হস্তশিল্প এবং ঐতিহ্যবাহী শিল্পের প্রদর্শনী শুরু হয়েছে। মেলা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পর্যটন উপমন্ত্রী মরিয়ম জালালি।
বৃহস্পতিবার তাকে উদ্ধৃত করে মেহর নিউজ এর খবরে বলা হয়, প্রদর্শনীতে বেতের কাজ, কিলিম, ঐতিহ্যবাহী গহনা, গেরেহ চিনি, কাঠের কাজ এবং মৃৎশিল্পের হস্তনির্মিত পণ্যসামগ্রী প্রদর্শন করা হচ্ছে।
আরবাইন তীর্থযাত্রীদের স্যুভেনির সরবরাহ করার জন্য এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। তিনি বলেন, যেহেতু ৫০ শতাংশেরও বেশি ইরানি তীর্থযাত্রী এবং বিপুল সংখ্যক বিদেশী তীর্থযাত্রী এই সীমান্ত দিয়ে যায়, তাই সেখানে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সূত্র: তেহরান টাইমস।
.