• Jul 5 2023 - 13:22
  • 61
  • : Less than one minute

ইরানে ‘আল্লাহ’ নাম খোদাই করা প্রাচীন পেট্রোগ্লিফ আবিষ্কার

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফার্সে সম্প্রতি একটি প্রাচীন শিলালিপি পাওয়া গেছে।

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফার্সে সম্প্রতি একটি প্রাচীন শিলালিপি পাওয়া গেছে। ইরানের প্রত্নতাত্ত্বিক আবোলহাসান আতাবাকি বলেছেন, প্রত্নতাত্ত্বিকরা সম্প্রতি এই অঞ্চলে ‘আল্লাহ’ নাম খোদাই করা একটি পেট্রোগ্লিফ আবিষ্কার করেছেন।

শিলালিপিটি ইসলামের প্রাথমিক যুগের বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি। বার্তা সংস্থা ইলনা সোমবার এই খবর জানিয়েছে। গত কয়েক বছরে এই অঞ্চলে বেশ কিছু প্রাচীন শিল্পকর্ম এবং পাথরের শিলালিপি আবিষ্কৃত হয়েছে। প্রাচীন এসব শিল্পকর্ম সবসময়ই প্রত্নতাত্ত্বিক, ইতিহাসবিদ এবং প্রাচীন ভাষাতে আগ্রহী লোকদের আগ্রহকে আকর্ষণ করে আসছে।

এরআগে জানুয়ারি মাসে আতাবাকি ঘোষণা করেন, একজন ইরানি নারীর জন্য পবিত্র বিবাহ কামনা করে লেখা সাসানি যুগের একটি পেট্রোগ্লিফ এই অঞ্চলে আবিষ্কৃত হয়েছে।

প্রদেশের মারভদশত সমভূমিতে একটি সাসানি যুগের ঘোড়সওয়ারের একটি প্রাচীন শিলা অঙ্কনও আবিষ্কৃত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া ফেব্রুয়ারিতে, প্রদেশে পারস্যের কবি শেখ মুসলিহ ওদ-দিন সাদি শিরাজির একটি কবিতার শ্লোক সম্বলিত একটি পেট্রোগ্লিফ আবিষ্কৃত হয়। সূত্র: তেহরান টাইমস।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: