ইরানে ৪২তম ফাজর চলচ্চিত্র উৎসব শুরু: উদ্বোধনী দিনে ৪টি চলচ্চিত্র প্রদর্শিত
ইরানের সিনেমা হলগুলোতে আজ থেকে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ৪২তম ফাজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
ইরানের সিনেমা হলগুলোতে আজ থেকে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ৪২তম ফাজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের প্রথম দিনে ৪টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। চলচ্চিত্রগুলো হলো মুর্তজা অতাশ জামজাম পরিচালিত ‘বিউটিফুল লাইজ’, মোহসেন জাসুর পরিচালিত স্নেইল হান্টিং, আসগার নায়িমি পরিচালিত 'টু ডেইজ লেটার' এবং হোসেন আমেরি পরিচালিত ‘জাহের’।
তেহরানের মিলাদ টাওয়ারের ফেস্টিভ্যাল হাউসে মিডিয়া ব্যক্তিত্ব এবং শিল্পীদের জন্য উৎসবের প্রথম দিনে ওই ৪টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।
সোশ্যাল মেলোড্রামাটিক চলচ্চিত্র ‘বিউটিফুল লাইজ’ (ফার্সিতে দুরুগহয়ে যিবা) বাংলাদেশ ও ইরানের যৌথ প্রয়োজনায় নির্মিত হয়েছে। উদ্বোধনী দিনের শুরুতেই ওই চলচ্চিত্রটি প্রদর্শনের আয়োজন করা হয়েছে। ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জামজামের এই চলচ্চিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের শীর্ষ তারকা জয়া আহসান, রিকিতা নন্দিনী, সুমন ফারুক, শহীদুজ্জামান সেলিম এবং শাহেদ আলীসহ আরও অনেকেই। চলচ্চিত্রটির ফার্সি নাম 'ফেরেশতে'।
স্নেইল হান্টিং চলচ্চিত্রটিতেও নারীদের ব্যাপারে বিচিত্র কৌণিক দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তোলা হয়েছে। উদ্বোধনী দিনের দ্বিতীয় ছবি এটি। আসগার নায়িমি পরিচালিত 'টু ডেইজ লেটার' চলচ্চিত্রটি একটি সামাজিক কমেডি। দিনের তৃতীয় চলচ্চিত্র 'টু ডেইজ লেটার'।
উৎসবের প্রথম দিনের চতুর্থ এবং শেষ ছবিটি হলো হোসেইন আমেরি পরিচালিত চলচ্চিত্র 'জাহের'। শিশু-কিশোরদের জন্য বিচিত্র কোণ থেকে নয়া দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তোলা হয়েছে এই চলচ্চিত্রে। ১৮ বছর বয়সী জাহের ইরানের উত্তরাঞ্চলে একজন সামরিক ক্যাডার। তার জীবনকে নিয়ে গড়ে উঠেছে চলচ্চিত্রটির গল্প। "নিউ লুক" বিভাগের চলচ্চিত্রগুলির একটি এটি।
৪২ তম ফাজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১১ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরানে অনুষ্ঠিত হবে।#
পার্সটুডে