• May 23 2024 - 16:58
  • 26
  • : Less than one minute

ইরানে হাসপাতালের ৯০ ভাগ সরঞ্জাম দেশীয়ভাবে তৈরি

ইরানের হাসপাতালগুলোতে ব্যবহৃত প্রায় ৯০ শতাংশ চিকিৎসা সরঞ্জাম দেশীয়ভাবে তৈরি করা হয়।

ইরানের হাসপাতালগুলোতে ব্যবহৃত প্রায় ৯০ শতাংশ চিকিৎসা সরঞ্জাম দেশীয়ভাবে তৈরি করা হয়। তবে জটিল প্রযুক্তির তিনটি ডিভাইস এখনও আমদানি করা হয়। আইএসএনএ এই খবর জানিয়েছে। ১২ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আহমেদ মোসলমি বলেন, ৫০ শতাংশ চিকিৎসা ডিভাইস দেশীয়ভাবে তৈরি করা হচ্ছে। পরিমাণ ও বৈচিত্র্য উভয় দিক থেকেই চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে ইরান পশ্চিম এশিয়ায় প্রথম স্থান অধিকার করেছে।

প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ইরানের তৈরি মেডিকেল ডিভাইসের বছরে ৪০টি দেশে রপ্তানি করা হয়। গত পাঁচ বছরে, উৎপাদনকারী কোম্পানির সংখ্যা পাঁচগুণ বেড়েছে। প্রায় ২ হাজার কোম্পানি এখন এই ক্ষেত্রে কাজ করছে বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: