• Nov 3 2022 - 11:32
  • 86
  • : Less than one minute

ইরানে সরাসরি বিদেশি বিনিয়োগ ১৮ শতাংশ বেড়েছে

২০২১ সালে ইরানে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ১ দশমিক ৪২৫ বিলিয়ন ছুঁয়েছে।

২০২১ সালে ইরানে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ১ দশমিক ৪২৫ বিলিয়ন ছুঁয়েছে। এক বছরের আগের তুলনায় প্রায় যা ১৮ দশমিক ৬ শতাংশ বেশি। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (ইউএনসিটিএডি) এর প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে।প্রতিবেদনে বিশ্বব্যাপী বিদেশী বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরা হয়। এতে দেখা যায়, ২০২১ সালে আগের বছরের তুলনায় ইরানে সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআই) ৮৩ মিলিয়ন ডলার বেড়েছে।এরআগে ২০২০, ২০১৯ ও ২০১৮ সালে ইরানে বিদেশী বিনিয়োগ যথাক্রমে ১১, ৪ দশমিক ৩৬ এবং ৩০ শতাংশ কমেছে।প্রতিবেদনে আরও বলা হয়, গত এক দশকে ইরানে বিদেশী বিনিয়োগের প্রবণতা কমতে দেখা গেছে। সূত্র: মেহর নিউজ।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: