• Jul 21 2025 - 11:19
  • 47
  • : Less than one minute

ইরানে শিক্ষা ক্ষেত্রে নারীর উপস্থিতির হার ৫৬ শতাংশ

ইরানে একাডেমিক কমি্উনিটির ৫৬ শতাংশই নারী।

ইরানে একাডেমিক কমি্উনিটির ৫৬ শতাংশই নারী। এদের মধ্যে স্কুলে কর্মরত কর্মীদের ৬০ শতাংশেরও বেশি এবং বিশ্ববিদ্যালয়ের ৬৩ শতাংশ শিক্ষার্থী নারী। দেশটির নারী ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাহরা বেহরুজ-অজার এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বর্তমান প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য দেশের অগ্রগতি নিশ্চিত করতে পুরুষ ও নারী উভয়ের সক্ষমতা থেকে উপকৃত হওয়া। খবর বার্তা সংস্থা ইরনার।

অজার জানান, বর্তমান প্রশাসনে প্রথমবারের মতো নারী-সম্পর্কিত খাতে ১৫ জনেরও বেশি নারী নির্বাচিত হয়েছেন। মন্ত্রিসভায় চারজন নারী শীর্ষস্থানীয় ব্যবস্থাপনা পদে অধিষ্ঠিত এবং ৪৬ বছর পর প্রথমবারের মতো একজন নারী সরকারি মুখপাত্র হিসেবে নির্বাচিত হয়েছেন।

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নও বর্তমান প্রশাসনের অন্যতম প্রধান অগ্রাধিকার। বর্তমানে ৭০ শতাংশেরও বেশি গৃহব্যবসা নারীদের মালিকানাধীন এবং প্রশাসন তাদের ঋণ দিয়ে সহায়তা করছে। সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: