ইরানে বিজ্ঞান ও প্রযুক্তি পর্যটনের প্রবর্তন
ইরানে বিজ্ঞান ও প্রযুক্তি পর্যটনের প্রসারে একটি ব্যবস্থাপনা চালু করা হয়েছে।
ইরানে বিজ্ঞান ও প্রযুক্তি পর্যটনের প্রসারে একটি ব্যবস্থাপনা চালু করা হয়েছে। ইরানি জাতির বৈজ্ঞানিক সক্ষমতা এবং অগ্রগতি বিশ্ব দরবারে তুলে ধরতে এই পর্যটন চালু করা হয়েছে।বর্তমানে ব্যবস্থাপনাটি কার্যকর হওয়ার জন্য সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বিজ্ঞান উৎপাদনের পরিপ্রেক্ষিতে, ইরান পশ্চিম এশীয় অঞ্চলে প্রথম স্থানে রয়েছে এবং বিশ্বে ১৫তম স্থানে রয়েছে। ২০২১ সালে স্কোপাসে ব্যাপকভাবে উদ্ধৃত হওয়া বৈজ্ঞানিক নিবন্ধগুলির উৎপাদন ৭৭ হাজার ৩৫১টিতে পৌঁছেছে। এই সংখ্যা ২০২০ সালে ৭১ হাজার ৯৭১ এবং ২০১৯ সালে ৬৪ হাজার ৯৮৮ এর সমান ছিল।
এছাড়াও, অপরিহার্য বিজ্ঞান সূচক (ইএসই) ডাটাবেজের উপর ভিত্তি করে, ৮৪১ জন ইরানি গবেষক বিশ্বের সর্বাধিক উদ্ধৃত গবেষকদের শীর্ষ এক শতাংশের মধ্যে রয়েছেন।সাধারণভাবে, ২০১৮ সাল থেকে বিশ্বের শীর্ষ ১ শতাংশ ইরানি গবেষকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৮ সালে এই তালিকায় ইরানি বিজ্ঞানীদের সংখ্যা ছিল ২৪৯ জন, যা চার বছরে ৩৪০ শতাংশ বেড়ে ২০২২ সালে ৮৪১ জনে পৌঁছেছে। সূত্র: তেহরান টাইমস।
.