• Mar 6 2023 - 13:05
  • 75
  • : Less than one minute

ইরানে প্রথম লিথিয়ামের মজুদ পাওয়া গেছে

ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুসন্ধান বিষয়ক বিভাগের ব্যবস্থাপনা পরিচালক দেশটির পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশে প্রথম লিথিয়াম মজুদ আবিষ্কারের ঘোষণা দিয়েছেন।

ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুসন্ধান বিষয়ক বিভাগের ব্যবস্থাপনা পরিচালক দেশটির পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশে প্রথম লিথিয়াম মজুদ আবিষ্কারের ঘোষণা দিয়েছেন।ইরানের শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা ইব্রাহিম আলী মোলাবেইগি বলেছেন, ‘হামেদান প্রদেশে প্রথম লিথিয়াম রিজার্ভের আবিষ্কার একটি আশাব্যঞ্জক খবর। এটি পশ্চিম ইরানের প্রদেশটিতে অন্যান্য মজুদের সম্ভাবনার দিকেও ইঙ্গিত দেয়।এই শিল্প কর্মকর্তা আরও বলেন, লিথিয়াম রিজার্ভ প্রায় ৮ দশমিক ৬ মিলিয়ন টন। আজকের বিশ্বে, এই কৌশলগত এবং মূল্যবান ধাতুটি উন্নত প্রযুক্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র: মেহর নিউজ।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: