• Jul 16 2024 - 17:10
  • 28
  • : Less than one minute

ইরানে প্রথম বেসামরিক ড্রোন কারখানার উদ্বোধন

ইরান সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (সিএও) আল্ট্রা-লাইট ড্রোন গ্রুপের প্রধান মেহেদি ঘরনলি দেশটির পূর্বাঞ্চলে বেসামরিক ড্রোন উৎপাদনকারী প্রথম কারখানার উদ্বোধন করেছেন।

ইরান সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (সিএও) আল্ট্রা-লাইট ড্রোন গ্রুপের প্রধান মেহেদি ঘরনলি দেশটির পূর্বাঞ্চলে বেসামরিক ড্রোন উৎপাদনকারী প্রথম কারখানার উদ্বোধন করেছেন। ঘরনলি বলেন, ড্রোনগুলি উৎপাদনে পানি খরচ ৯০ শতাংশ এবং কীটনাশক বা দ্রবণ ব্যবহারে ৩০ শতাংশ সাশ্রয় হবে। ঘরে তৈরি বেসামরিক ড্রোনের দাম বিদেশী ড্রোনগুলির তুলনায় ২৫ শতাংশ কম হবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, সিমোর্ঘ-এস ২০ হচ্ছে কৃষি ক্ষেত্রে ব্যবহৃত একটি মনুষ্যবিহীন যান। খোরাসান রাজাভি প্রদেশের মাশহাদে অবস্থিত একটি জ্ঞান-ভিত্তিক কোম্পানির বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের উদ্যোগে এটি ডিজাইন ও তৈরি করা হয়েছে। সূত্র: মেহর নিউজ

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: