• Dec 15 2025 - 06:33
  • 2
  • : Less than one minute

ইরানে চিকিৎসাবিজ্ঞানের নতুন দিগন্ত: বিশ্বমানের বন্ধ্যাত্ব চিকিৎসা

সাম্প্রতিক বছরগুলোতে ইরানে বন্ধ্যাত্ব চিকিৎসায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে এবং বর্তমানে রোগ নির্ণয় ও চিকিৎসা পদ্ধতির দিক থেকে দেশটি বিশ্বের উন্নত দেশগুলোর সমপর্যায়ে পৌঁছেছে।

সাম্প্রতিক বছরগুলোতে ইরানে বন্ধ্যাত্ব চিকিৎসায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে এবং বর্তমানে রোগ নির্ণয় ও চিকিৎসা পদ্ধতির দিক থেকে দেশটি বিশ্বের উন্নত দেশগুলোর সমপর্যায়ে পৌঁছেছে।

পার্সটুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ফার্টিলিটি অ্যান্ড ইনফার্টিলিটি অ্যাসোসিয়েশনের সদস্য আশরাফ মুঈনি জানান, দেশের এই চিকিৎসা শাখাটি ধারাবাহিকভাবে উন্নত হচ্ছে এবং বন্ধ্যাত্ব চিকিৎসা কেন্দ্রগুলোতে ব্যবহৃত অবকাঠামো, বিশেষজ্ঞ জ্ঞান ও আধুনিক প্রযুক্তি উন্নত দেশগুলোর তুলনায় কোনো দিক থেকেই পিছিয়ে নেই।

আশরাফ মুঈনি ব্যাখ্যা করেন, আধুনিক বন্ধ্যাত্ব চিকিৎসা পদ্ধতির বিস্তার এবং স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা, ইউরোলজি ও ভ্রূণতত্ত্বের মতো ক্ষেত্রে উচ্চতর বিশেষায়িত (ফেলোশিপ) প্রশিক্ষণ চালুর ফলে ইরানে এমন বৈজ্ঞানিক ও ব্যবহারিক সক্ষমতা গড়ে উঠেছে, যা বিশ্বের বিভিন্ন দেশের বন্ধ্যা দম্পতিদের চিকিৎসায় সাফল্যের সম্ভাবনা বাড়িয়ে তুলছে। তিনি বলেন, চিকিৎসার ফলাফল আন্তর্জাতিক মানের সঙ্গে তুলনীয়।

তিনি আরও বলেন, এই খাতে ইরানের সাফল্য বিভিন্ন দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। বর্তমানে ইরানের বন্ধ্যাত্ব চিকিৎসা কেন্দ্রগুলো প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি ইউরোপের কিছু দেশ থেকেও রোগীদের সেবা দিচ্ছে। এটি স্বাস্থ্য পর্যটনে, বিশেষ করে বন্ধ্যাত্ব চিকিৎসার ক্ষেত্রে, ইরানের ক্রমবর্ধমান অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: