• Jan 30 2024 - 10:54
  • 60
  • : Less than one minute

ইরানের ৩৩ দেশের ভিসা পদ্ধতি বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ

ইরানের ৩৩টি দেশের জন্য ভিসা পদ্ধতি বাতিলের সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের পর্যটন মহাসচিব (ইউএনডব্লিউটিও) জুরাব পোলোলিকাশভিলি।

ইরানের ৩৩টি দেশের জন্য ভিসা পদ্ধতি বাতিলের সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন
জাতিসংঘের পর্যটন মহাসচিব (ইউএনডব্লিউটিও) জুরাব পোলোলিকাশভিলি। সেই সাথে প্রাচীন দেশটির পর্যটনের জন্য একটি প্রাণবন্ত ভবিষ্যতের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 
পোলোলিকাশভিলি এশিয়ান পর্যটনে ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। তিনি দেশটির সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের দিকে ইঙ্গিত করেন।
 
ইরানের পর্যটন উপপ্রধান আলী-আসগর শালবাফিয়ানের সাথে স্পেনে এক বৈঠকে জাতিসংঘের পর্যটন প্রধান এই মন্তব্য করেন। ১৭তম তেহরান আন্তর্জাতিক পর্যটন ও সংশ্লিষ্ট শিল্পের প্রদর্শনীতে যোগদানের আমন্ত্রণ জানাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রোববার এই খবর জানিয়েছে আইএলএনএ।
 
পোলোলিকাশভিলি আশা প্রকাশ করেছেন, ভিসা মওকুফ নীতি ইরানে পর্যটনের জন্য একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যতের সূচনা করবে। সূত্র: তেহরান টাইমস
Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: