• Aug 3 2025 - 06:31
  • 9
  • : Less than one minute

ইরানের ১৫টিরও বেশি শহর বয়স্ক-বান্ধব হয়ে উঠেছে

ইরানের এখন পর্যন্ত ১৬টি শহর বয়স্ক-বান্ধব সমাজ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

ইরানের এখন পর্যন্ত ১৬টি শহর বয়স্ক-বান্ধব সমাজ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। দেশটির কল্যাণ সংস্থার প্রধান সৈয়দ জাভেদ হোসেইনি একথা বলেছেন।

এই শহরগুলি তেহরান, গিলান, ইয়াজদ, ইসফাহান, পূর্ব আজারবাইজান, পশ্চিম আজারবাইজান, লোরেস্তান, হামেদান, খুজেস্তান এবং বুশেহর প্রদেশে অবস্থিত। খবর ইরনার

বয়স্ক-বান্ধব সমাজের জন্য এমন জায়গা গড়ে তোলা হয়েছে যেখানে ভালো থাকার জন্য বৃদ্ধদের বয়স কোন প্রতিবন্ধক নয় এবং যেখানকার পরিবেশ, কার্যকলাপ এবং পরিষেবা বয়স্ক ব্যক্তিদের জীবনকে উপভোগ করার এবং সুস্থ বোধ করার সুযোগ করে দেয়।

“প্রায় ৬৫ লাখ বয়স্ক ব্যক্তি এই সংস্থার বিভিন্ন পরিষেবা থেকে উপকৃত হচ্ছেন। কল্যাণ সংস্থা পুনর্বাসন, সামাজিক পরিষেবা এবং ক্ষমতায়ন খাতে প্রায় ২২ ধরনের পরিষেবা প্রদান করে, যার মধ্যে রয়েছে গৃহ যত্ন, পরামর্শ, দিন ও রাতের যত্ন এবং সামাজিক সহায়তা”, বলেন তিনি।

সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: