ইরানের ১০ মেগাওয়াট প্লেট ফুয়েল গবেষণা চুল্লি নির্মাণ শুরু
ইরানের ইসফাহানে ২০ শতাংশ সমৃদ্ধ একটি ১০ মেগাওয়াট প্লেট ফুয়েল গবেষণা চুল্লির নির্মাণ কাজ শুরু হয়েছে।
ইরানের ইসফাহানে ২০ শতাংশ সমৃদ্ধ একটি ১০ মেগাওয়াট প্লেট ফুয়েল গবেষণা চুল্লির নির্মাণ কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার দেশটির পারমাণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধানের উপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানের উপস্থিতিতে ওই চুল্লি নির্মাণের কাজ শুরু হয়। গত আগস্টে ইসফাহান পারমাণবিক কেন্দ্র সফরের পর এইওআই প্রধান জানিয়েছিলেন, পারমাণবিক উৎপাদন চক্র সম্পূর্ণ করার জন্য ইসফাহানে শীঘ্রই একটি গবেষণা চুল্লি নির্মাণ শুরু হবে। সূত্র: মেহর নিউজ।
.