ইরানের হোম অ্যাপ্লায়েন্স রপ্তানি ২৪ ভাগ বেড়েছে
গত ইরানি ক্যালেন্ডার বছরে ১৪০১ (গেল ২০ মার্চ যা শেষ হয়েছে) ইরান থেকে গৃহস্থালী সামগ্রীর রপ্তানি ২৪ শতাংশ বেড়েছে।
গত ইরানি ক্যালেন্ডার বছরে ১৪০১ (গেল ২০ মার্চ যা শেষ হয়েছে) ইরান থেকে গৃহস্থালী সামগ্রীর রপ্তানি ২৪ শতাংশ বেড়েছে। শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের হোম অ্যাপ্লায়েন্সেস দপ্তরের মহাপরিচালক এই ঘোষণা দিয়েছেন।
টিভি অনুষ্ঠানে বক্তৃতাকালে মোহসেন শোকরোলাহী বলেন, বাষ্পীভবনকারী কুলার, হিটার এবং ওয়াটার হিটার সহ শীতল ও গরম করার সরঞ্জামগুলি ৩০ শতাংশ রপ্তানি বেড়েছে।
তিনি আরো বলেন, ৩০ মিলিয়ন ডলার মূল্যের রেফ্রিজারেটর ও ফ্রিজার রপ্তানি হয়েছে। গত বছরের তুলনায় ৮২ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে। সূত্র: তেহরান টাইমস।
.