ইরানের হামেদানে ২৯তম আন্তর্জাতিক শিশু-কিশোর থিয়েটার উৎসব শুরু
ইরানের হামেদান শহরে শুরু হয়েছে শিশু-কিশোর থিয়েটারের ২৯ তম আন্তর্জাতিক উৎসব।
ইরানের হামেদান শহরে শুরু হয়েছে শিশু-কিশোর থিয়েটারের ২৯ তম আন্তর্জাতিক উৎসব।
উজবেকিস্তান, আর্মেনিয়া, ইরাক, ব্রাজিল, তুরস্ক, রাশিয়া এবং ইরানের শিল্পীদের উপস্থিতিতে হামেদানে শুরু হয়েছে ২৯তম আন্তর্জাতিক শিশু-কিশোর থিয়েটার উৎসব।
পার্স টুডের খবরে বলা হয়েছে, হামেদানের মেয়র সৈয়দ মাসুদ হোসেইনি তাঁর উদ্বোধনী বক্তব্যে শিশু কিশোরদের স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক শিশু-কিশোর থিয়েটার উৎসবে শিশু শিল্পীদের উপস্থিতি খুবই উৎসাহব্যঞ্জক এবং একটি সুন্দর অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেয়।
হোসেইনি ফিলিস্তিন ও লেবাননের শিশুদের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন, গাজা ও লেবাননের শিশুরা চায় একদিন তাদের দেশে শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে এবং আমরা আশা করি তাদের এই ইচ্ছা শিগগিরি পূরণ হবে।#
পার্সটুডে
.