• Sep 30 2025 - 07:19
  • 13
  • : Less than one minute

ইরানের হরমুজ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ২০৩১ সাল নাগাদ চালু

রাশিয়ার সহায়তায় নির্মিত ইরানের হরমুজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (এনপিপি) প্রথম ইউনিট ২০৩১ সালের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন ইরান হরমুজ নিউক্লিয়ার কোম্পানির প্রতিনিধি নাসের মানসুর শরিফলু।

রাশিয়ার সহায়তায় নির্মিত ইরানের হরমুজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (এনপিপি) প্রথম ইউনিট ২০৩১ সালের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন ইরান হরমুজ নিউক্লিয়ার কোম্পানির প্রতিনিধি নাসের মানসুর শরিফলু।

বার্তা সংস্থা টিএএসএস জানিয়েছে, ইরানের আণবিক শক্তি সংস্থার প্রেস সার্ভিস তার বরাত দিয়ে বলেছে, ‘পরিকল্পনা অনুযায়ী, আমরা আশা করছি প্রথম ইউনিটটি ফারসি ১৪১০ সালের মধ্যে (২০৩১ সাল) চালু হবে।

এর আগে, জানা যায়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে হরমুজ এনপিপি নির্মাণের জন্য ইরান ও রাশিয়া ২৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এই বিদ্যুৎ কেন্দ্রটি চারটি পাওয়ার ইউনিট নিয়ে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে এবং এই প্রকল্পের জন্য ৫০০ হেক্টর জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। সূত্র: মেহর নিউজ

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: