• Apr 19 2023 - 08:12
  • 96
  • : Less than one minute

ইরানের সেনাবাহিনীর সমরাস্ত্র আঞ্চলিক ও বন্ধুপ্রতিম দেশের বিরুদ্ধে ব্যবহৃত হবে না: সাইয়্যরি

ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয় বিষয়ক উপ-প্রধান হাবিবুল্লাহ সাইয়্যরি বলেছেন: ইরানের সমরাস্ত্র আঞ্চলিক ও বন্ধুপ্রতিম দেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে না।

ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয় বিষয়ক উপ-প্রধান হাবিবুল্লাহ সাইয়্যরি বলেছেন: ইরানের সমরাস্ত্র আঞ্চলিক ও বন্ধুপ্রতিম দেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে না।

বার্তা সংস্থা ইসনা জানিয়েছে রিয়ার অ্যাডমিরাল সাইয়্যরি সেনাবাহিনীর কুচকাওয়াজের অবকাশে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন:  বিশ্বের সকল দেশের মতো ইরানও তার প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করার চেষ্টা করেছে।

সাইয়্যরি গুরুত্বের সঙ্গে বলেন, ইরান কোনো আঞ্চলিক ও বন্ধু দেশের বিরুদ্ধে নিজেদের অস্ত্র ব্যবহার করবে না। ইরানের সার্বভৌমত্ব ও স্বাধীনতার বিরুদ্ধে যারা আগ্রাসন চালানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই ইরানের অস্ত্র ব্যবহার করা হবে।

আজ (মঙ্গলবার) ইরানের সেনাবাহিনী দিবস। এই দিন সেনা সদস্যদের বীরত্ব ও সাহসিকতার প্রতি সম্মান জানানোর দিন। এ উপলক্ষ্যে তেহরানে সেনা দিবসের কুচকাওয়াজ এবং স্থল বাহিনীর বীরদের সম্মান জানানোর অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি এবং সশস্ত্র বাহিনীর সিনিয়র কমান্ডারগণ ওই অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন। এ বছর সেনাবাহিনী দিবস পবিত্র রমজান মাসের মধ্যে পড়ে যাওয়ায় সশস্ত্র বাহিনীর পদাতিক ইউনিটের উপস্থিতি ছাড়াই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: