• Oct 25 2022 - 12:47
  • 108
  • : Less than one minute

ইরানের প্রযুক্তিগত সফলতা শুধু ক্ষেপণাস্ত্র আর ড্রোনের মধ্যে সীমাবদ্ধ নেই

ইসলামী প্রজাতন্ত্র ইরানের গ্যাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভলপমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা নওশাদি বলেছেন, তার দেশের শিল্প খাতের সফলতা শুধুমাত্র ক্ষেপণাস্ত্র এবং ড্রোন খাতে সীমাবদ্ধ নয়।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের গ্যাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভলপমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা নওশাদি বলেছেন, তার দেশের শিল্প খাতের সফলতা শুধুমাত্র ক্ষেপণাস্ত্র এবং ড্রোন খাতে সীমাবদ্ধ নয়।

তিনি বলেন, দেশের গ্যাস শিল্পে যে সমস্ত যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রয়োজন হয় তার শতকরা ৮৫ ভাগ ইরানের অভ্যন্তরে নিজস্ব প্রযুক্তিতে তৈরি‌। রেজা নওশাদি বলেন, দেশের এই সক্ষমতার উপর ভিত্তি করে রাশিয়ার সঙ্গে সম্প্রতি একটি চুক্তি হয়েছে যার আওতায় ইরান রাশিয়াকে ৪০টি গ্যাস টারবাইন সরবরাহ করবে।

ইরান এবং রাশিয়াতে বিশ্বের সবচেয়ে বেশি গ্যাসের মজুদ রয়েছে। দেশ দুটি বর্তমানে মার্কিন নিষেধাজ্ঞার কবলে রয়েছে। এ প্রেক্ষাপটে দুই দেশ সাম্প্রতিক মাসগুলোতে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করছে।

নর্ড স্ট্রিম পাইপ লাইনের মধ্যদিয়ে ইউরোপের বিভিন্ন দেশে রাশিয়া গ্যাস সরবরাহ করতো কিন্তু নিষেধাজ্ঞার কারণে সম্প্রতি রাশিয়া ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ মোটামুটি বন্ধ রেখেছে। রাশিয়া গতকাল (সোমবার) আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে, তারা নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ চুরি করেছে।# পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: