• Jul 19 2023 - 07:23
  • 55
  • : Less than one minute

ইরানের পর্যটন থেকে বছরে আয় ৬.২ বিলিয়ন ডলার

ইরানের পর্যটন থেকে রাজস্ব আয় বছরে ৬ দশমিক বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

ইরানের পর্যটন থেকে রাজস্ব আয় বছরে ৬ দশমিক বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। পর্যটন শিল্প দেশটির জন্য কঠিন মুদ্রা অর্জনের একটি প্রধান উৎস হয়ে উঠছে উল্লেখ করে এই তথ্য জানান ইরানের পর্যটন মন্ত্রণালয়ের (এমসিটিএইচ) একজন উপপ্রধান।

বৃহস্পতিবার ওয়ার্ল্ড ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের (ডব্লিউটিটিসি) পরিসংখ্যান উদ্ধৃত করে আলী আসগর শালবাফিয়ান এই তথ্য জানান।

উত্তর-পশ্চিম ইরানের তাবরিজের পর্যটন কেন্দ্রে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে শালবাফিয়ান বলেন, পর্যটনের আয় ইরানের বার্ষিক তেলবহির্ভূত রপ্তানি আয়ের ১০ শতাংশের বেশি সমপর্যায়ে পৌঁছেছে। সূত্র: মেহর নিউজ।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: