• May 30 2023 - 08:08
  • 74
  • : 1 minute(s)

ইরানের নৌ-বাহিনীর অসাধারণ নানা সাফল্য

ইসলামী ইরানের নৌ-বাহিনীর ৮৬ তম বহরের বিশ্ব-ভ্রমণ দেশটির নৌ-বাহিনীর অসাধারণ দক্ষতা, বীরত্ব ও মর্যাদা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে।

ইসলামী ইরানের নৌ-বাহিনীর ৮৬ তম বহরের বিশ্ব-ভ্রমণ দেশটির নৌ-বাহিনীর অসাধারণ দক্ষতা, বীরত্ব ও মর্যাদা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে। ইরানের এই নৌ-বহর চার বার বিষুব রেখা এবং বিশ্বের মহাসাগর, উপসাগর ও সাগরগুলোর ৬৫ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে সম্প্রতি স্বদেশে ফিরে এসেছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবুতোরাবিফার্দ  শুক্রবার জুমার নামাজের খোতবায় এ সম্পর্কে বলেছেন, ইরানের ‘নৌবহর-৮৬’ এর সফল অভিযাত্রার মধ্যদিয়ে বিশ্বের সামনে ইসলামী এই রাষ্ট্রের বিশেষ জ্ঞান ও সক্ষমতা স্পষ্ট হয়েছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরান তার নৌ-বাহিনীকে দিনকে দিন শক্তিশালী করে তুলছে। ফলে ইরানের নৌবাহিনী বিশ্বের অন্যতম সেরা ও চৌকস নৌ-বাহিনীতে পরিণত হয়েছে। ইরানের রয়েছে নিজস্ব-নির্মিত সাবমেরিন এবং ইরানের টর্পেডো তথা পানির নিচে ব্যবহারযোগ্য ক্ষেপণাস্ত্র বিশ্বের সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন টর্পেডো। ইসলামী ইরানের নৌ-বাহিনী শিগগিরই বিমানবাহী রণতরী নির্মাণ করবে বলেও ঘোষণা দিয়েছে। এই রণতরী হবে অত্যন্ত ব্যতিক্রমধর্মী কয়েকটি বৈশিষ্ট্যের অধিকারী যা বিশ্বের অন্য কোনো রণতরীতে থাকবে না। ইরানের নৌবাহিনীতে রয়েছে উন্নত মানের রাডার, ড্রোন, নৌ-ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ইলেক্ট্রনিক যুদ্ধের অত্যাধুনিক সাজ-সরঞ্জাম।

ইরানের নৌবাহিনী বেশ কয়েকবার পারস্য উপসাগরে মার্কিন নৌ-বাহিনীকে চ্যালেঞ্জ করেছে এবং ইরানের পানিসীমা লঙ্ঘনের দায়ে একবার বেশ কয়েকজন ব্রিটিশ সেনা ও মার্কিন সেনাদের আটকও করেছিল। এ ছাড়াও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ-ইউনিট মার্কিন ও ব্রিটিশ তেল ট্যাংকারও কয়েকবার আটক করেছে আন্তর্জাতিক নীতি লঙ্ঘনের দায়ে। ইরানের উন্নত মানের নৌ-বাহিনী থাকায় দেশটি নির্বিঘ্নে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাহাজযোগে বিশ্বের নানা অঞ্চলে তেল রপ্তানি অব্যাহত রাখতে পেরেছে। এ ছাড়াও ইরানের নৌ-বাহিনী বেশ কয়েক বছর ধরে চীন ও রাশিয়ার সঙ্গে যৌথ নৌ-মহড়া চালিয়েছে। সাগরে জলদস্যু ও চোরাচালানিদের দমনেও ইরানের নৌ-বাহিনী ব্যাপক সাফল্য দেখিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা সত্ত্বেও স্বাধীনতা, স্বনির্ভরতা ও ইসলামের বিপ্লবী নীতির অনুসারী বলেই ইরান সামরিক খাতসহ নানা খাতে উল্লেখযোগ্য সাফল্য অব্যাহত রাখতে সক্ষম হয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন। পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: