ইরানের তরুণ সাঁতারু টোকিওর আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় সোনা জিতলেন
ইরানের তরুণ সাঁতারু মোহাম্মাদ পারসা সাফায়ি টোকিওর আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় ১৬-১৭ বছরের গ্রুপের ৫০ মিটার দূরত্বের বাটার-ফ্লাই সাঁতার বিভাগে সোনা জিতেছেন।
ইরানের তরুণ সাঁতারু মোহাম্মাদ পারসা সাফায়ি টোকিওর আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় ১৬-১৭ বছরের গ্রুপের ৫০ মিটার দূরত্বের বাটার-ফ্লাই সাঁতার বিভাগে সোনা জিতেছেন।
পার্সটুডে জানিয়েছে, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন ও অস্ট্রেলিয়ার ৩৬৬ টি ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নেয়।
টোকিওর ৫৫তম আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের সাঁতারুরা অংশ নিয়েছেন। ৫০ মিটার দীর্ঘ সুইমিং পুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৩১ অক্টোবর (২০২৪) থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলেছে এই প্রতিযোগিতা। #
পার্সটুডে
.