• Apr 30 2023 - 08:38
  • 61
  • : Less than one minute

ইরানের ড্রোন এখন বহু দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম

ইরান তার পাইলটবিহীন বিমান বা ড্রোনের সক্ষমতা বাড়িয়েছে এবং এগুলো এখন বহু দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন একজন সিনিয়র সেনা কমান্ডার।

ইরান তার পাইলটবিহীন বিমান বা ড্রোনের সক্ষমতা বাড়িয়েছে এবং এগুলো এখন বহু দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন একজন সিনিয়র সেনা কমান্ডার।

ইরানের সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার ফর অপারেশন্স, রিয়ার অ্যাডমিরাল মাহমুদ মুসাভি   শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে একথা জানান। তিনি বলেন, সেনাবাহিনীর কাছে এখন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত এমন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে যা দিয়ে শত্রুর কৌশলগত ও দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব।

অ্যাডমিরাল মুসাভি বলেন, পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ড্রোন ব্যবহৃত হয় এবং এ কাজে ড্রোনকে সহযোগিতা করে বিভিন্ন স্থানে মোতায়েন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।

ইরানের সেনাবাহিনী ২০০টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র গ্রহণ করার একদিন পর জেনারেল মুসাভি এসব কথা বললেন। সেনাবাহিনীর সহযোগিতায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব ক্ষেপণাস্ত্র নির্মাণ করেছে। রাডার ফাঁকি দিতে সক্ষম এসব ড্রোন অনেক নীচু দিয়ে উড়ে যেতে এবং স্থির বা চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। /পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: