• Jun 10 2025 - 07:54
  • 30
  • : Less than one minute

ইরানের চিকিৎসা সরঞ্জাম বিশ্বের কয়টি দেশে রপ্তানি হয়

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিজ্ঞান বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হোসাইন আফশিন বলেছেন, ইরানের চিকিৎসা সরঞ্জাম রপ্তানি ব্যাপক বেড়েছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিজ্ঞান বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হোসাইন আফশিন বলেছেন, ইরানের চিকিৎসা সরঞ্জাম রপ্তানি ব্যাপক বেড়েছে।

তেহরানে ২৬তম আন্তর্জাতিক ইরান স্বাস্থ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের বিজ্ঞান বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হোসাইন আফশিন ইরানি চিকিৎসা সরঞ্জাম শিল্পের উন্নতির কথা তুলে ধরে এই ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষের ওপর জোর দিয়েছেন।

পার্সটুডে'র তথ্য অনুযায়ী হোসাইন আফশিন আরও বলেছেন, ইরানি চিকিৎসকরা বিশ্বে শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছেন এবং ইরানের সবচেয়ে সাফল্যের জায়গাগুলোর একটি হলো চিকিৎসা খাত।

তিনি বলেন, ইরানের চিকিৎসা সরঞ্জাম নির্মাতারা অনেক সাফল্য পেয়েছে এবং ইরানের চিকিৎসা সংক্রান্ত পণ্য গুণমানের দিক থেকে উন্নত। ইরানি চিকিৎসকেরা সর্বোত্তম সরঞ্জাম ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ।

ইরানের ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের চিকিৎসা সরঞ্জাম ৬০টিরও বেশি দেশে রপ্তানি করা হয়। বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানগুলো এ ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করতে পেরেছে। 

ইরানের রাজধানী তেহরানে বর্তমানে 'ইরানহেলথ-১৪০৪' শিরোনামে চিকিৎসা সরঞ্জাম বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্বের ২০টি দেশ অংশ নিচ্ছে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: