• May 9 2022 - 12:53
  • 82
  • : Less than one minute

ইরানের চা রপ্তানি বেড়েছে ৭৭ শতাংশ

ইরান গত ইরানী ক্যালেন্ডার বছর ১৪০০ সালে (২০ মার্চ ২০২১ থেকে ২১ মার্চ ২০২২) ২৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ২৭ হাজার ২৭২ টন চা পাতা রপ্তানি করেছে।

ইরান গত ইরানী ক্যালেন্ডার বছর ১৪০০ সালে (২০ মার্চ ২০২১ থেকে ২১ মার্চ ২০২২) ২৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ২৭ হাজার ২৭২ টন চা পাতা রপ্তানি করেছে। আগের বছরের তুলনায় যা মূল্যের দিক দিয়ে ৭৭ শতাংশ বেশি এবং ওজনের দিক দিয়ে ৬৮ শতাংশ বেশি।ইসলামী প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) মুখপাত্র ড. রুহুল্লাহ লতিফি জানান, আগের বছরে ইরানের চা ২৫টি দেশে রপ্তানি করা হয়। খবর ইরনার।গেল বছর ইরানি চা আমদানিকারকদের শীর্ষে ছিলসংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ইরান থেকে দেশটি ৮ দশমিক ৭৭৪ মিলিয়ন ডলারের অধিক মূল্যের ৮ হাজার ৩০৪ টন চা ক্রয় করে। সূত্র: তেহরান টাইমস।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: