• Mar 23 2022 - 14:30
  • 254
  • : Less than one minute

ইরানের খেজুর রপ্তানি বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ

চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম ১১ মাসে (২১ মার্চ ২০২১ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২২) ইরানের খেজুর রপ্তানি বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ।

চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম ১১ মাসে (২১ মার্চ ২০২১ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২২) ইরানের খেজুর রপ্তানি বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় মূল্যের দিক দিয়ে এই রপ্তানি বেড়েছে। দেশটির কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এই তথ্য জানান।কৃষি মন্ত্রণালয়ের গ্রীষ্মমন্ডলীয় এবং উপক্রান্তীয় ফল বিষয়ক অফিসের মহাপরিচালক জাহরা জালিলি-মোকাদাম আরও বলেন, ইরান এই বছরের ১১ মাসে ২ লাখ ৯২ হাজার টন খেজুর রপ্তানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় পরিমাণের দিক দিয়ে ৪ দশমিক ৫ শতাংশ বেশি।ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইরানিয়ান ডেটস (এনএআইডি) এর প্রধানের মতে, দেশটির বছরে ১ বিলিয়ন ডলারের খেজুর রপ্তানির ক্ষমতা রয়েছে। তিনি আরো বলেন, প্রতিবছর ৩০ শতাংশ পণ্য রপ্তানি করা হয় এবং বাকি অংশ অভ্যন্তরীণ বাজারে বিক্রয় করা হয়। সূত্র: তেহরান টাইমস।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: