• May 25 2023 - 07:10
  • 71
  • : Less than one minute

ইরানের কারাভানসারাইয়ের রত্ন সাদ আল-সালতানে

ইরান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় সম্মিলিতভাবে নিবন্ধনের জন্য ৫৬টি কারাভানসারেইকে মনোনীত করেছে।

ইরান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় সম্মিলিতভাবে নিবন্ধনের জন্য ৫৬টি কারাভানসারেইকে মনোনীত করেছে। দেশটির উপ-পর্যটন মন্ত্রী আলী দারাবি শনিবার একথা বলেছেন।

ইরানি এই কর্মকর্তা বলেন, বাছাই করা ৫৬টি ইরানি কারাভানসারেই ইউনেস্কোর তালিকায় নিবন্ধিত হবে… এবং এগুলোর মধ্যে কাজভিনের সাদ আল-সালতানে কারাভানসারেই একটি রত্ন হিসেবে জ্বলছে।

দারাবি কাজভিন প্রদেশে একটি সফরের সময় এই মন্তব্য করেন। প্রদেশটিকে সংস্কৃতি ও শিল্পকলার দোলা বলে অভিহিত করেন তিনি। খবর মেহর নিউজের।
প্রাচীন শহর কাজভিনে অবস্থিত বিশাল কারাভানসেরাইটি একই নামের একটি সুন্দর কাজার-যুগের বাজার দিয়ে ঘেরা।

ইরানে আসা অনেক ভ্রমণকারীর জন্য কারাভানসেরাইতে থাকা বা পরিদর্শন করা একটি বিস্তৃত অভিজ্ঞতা হতে পারে। এতে অতীত অনুভব করার সুযোগ রয়েছে। একটি ভুলে যাওয়া যুগে ফিরে যাওয়ার দারুণ সময় উপভোগ করা যায়!
সূত্র: তেহরান টাইমস।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: