• Aug 17 2023 - 11:25
  • 45
  • : Less than one minute

ইরানের ওষুধ-চিকিৎসা সরঞ্জাম রপ্তানি বেড়েছে ৩শ শতাংশ

গত ২১ মার্চ থেকে শুরু হওয়া চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম চার মাসে ইরান ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে।

গত ২১ মার্চ থেকে শুরু হওয়া চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম চার মাসে ইরান ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রধান হেইদার মোহাম্মাদির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা আইআরএনএ এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বছরের প্রথম চার মাসে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম রপ্তানি ৩০০ শতাংশ বেড়েছে।
গত বছর প্রায় ১ হাজার ৬০ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম দেশের অভ্যন্তরে তৈরি করা হয় বলে জানান তিনি।

মোহাম্মাদি জানান, অভ্যন্তরীণ বাজারে সরবরাহ করা ওষুধের প্রায় ৯৯ শতাংশ ইরানি কোম্পানিগুলির উৎপাদিত। ইরান গত বছরের প্রায় ৬০ মিলিয়ন মার্কিন ডলার থেকে চলতি বছরে ওষুধের রপ্তানি প্রায় ২০০ মিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা করছে গেল এপ্রিলে জানিয়েছিলেন মোহাম্মদি। সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: