• Apr 19 2022 - 12:24
  • 82
  • : 1 minute(s)

ইরানি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা রক্ষার গ্যারান্টি দিল তালেবান

আফগানিস্তানে ইরানের সকল কূটনৈতিক মিশন, কূটনীতিক ও মিশনকর্মীর নিরাপত্তা রক্ষা করার নিশ্চয়তা দিয়েছেন অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

  •  

আফগানিস্তানে ইরানের সকল কূটনৈতিক মিশন, কূটনীতিক ও মিশনকর্মীর নিরাপত্তা রক্ষা করার নিশ্চয়তা দিয়েছেন অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক টেলিফোনালাপে এই নিশ্চয়তা দেন।

সম্প্রতি একটি গুজবকে কেন্দ্র করে আফগানিস্তানের রাজধানী কাবুলস্থ ইরান দূতাবাস এবং দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতের ইরানি কনস্যুলেটে হামলা চালায় উত্তেজিত আফগান জনতা।

টেলিফোনালাপে এসব হামলার ব্যাপারে গভীর দুঃখ প্রকাশ করে তালেবান পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন থেকে ইরানি কূটনৈতিক মিশনগুলোর পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে তালেবান সরকার। এ সময় ইরানি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী তালেবান সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলক রাখতে চায় তেহরান। এ ব্যাপারে তিনি তালেবান সরকারের সহযোগিতা কামনা করেন।

ইরান নিজে নিষেধাজ্ঞাসহ নানা ধরনের সমস্যায় জর্জরিত থাকা সত্ত্বেও গত কয়েক দশক ধরে লাখ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে। আফগানিস্তানে যুদ্ধ ও অর্থনৈতিক সংকট চলতে থাকায় মানবিক কারণে ইরান আফগান শরণার্থীদের বহিষ্কার করেনি। গত বছরের আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর নতুন করে আনুমানিক প্রায় তিন লাখ আফগান শরণার্থী ইরানের প্রবেশ করেছে।

সোমবারের টেলিফোনালাপে তার দেশের শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য ইরানের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান। তিনি এ প্রতিশ্রুতি দেন যে, আফগানিস্তানের  ভূমি ব্যবহার করে কোনো সন্ত্রাসীগোষ্ঠীকে ইরানবিরোধী তৎপরতা চালানোর অনুমতি দেয়া হবে না। সূত্র: পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: