ইরানি ওষুধ আমদানি করে কানাডা, জাপান ও ইউরোপ
ইরানের তৈরি ওষুধ বর্তমানে কানাডা, জাপান এবং ইউরোপে রপ্তানি করা হয়। ইরানি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ সিন্ডিকেটের চেয়ারম্যান ফারামারজ এখতেরাই একথা বলেছেন।
ইরানের তৈরি ওষুধ বর্তমানে কানাডা, জাপান এবং ইউরোপে রপ্তানি করা হয়। ইরানি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ সিন্ডিকেটের চেয়ারম্যান ফারামারজ এখতেরাই একথা বলেছেন।
দেশীয় ওষুধের কাঁচামালের ৭২ শতাংশ অভ্যন্তরীণভাবে উৎপাদিত হয় উল্লেখ করে তিনি বলেন, ইরানের ওষুধ শিল্পে অনেক সক্ষমতা রয়েছে এবং বিনিয়োগকারীদের এটির দিকে মনোযোগ দেওয়া উচিত। এখতেরাই বলেন, চিকিৎসা ও স্বাস্থ্য খাতে কৌশলগত গুরুত্বের কারণে ফার্মাসিউটিক্যালসকে বিবেচনায় নেওয়া উচিত। কারণ বিশ্বে কার্যকর ওষুধি পদার্থ উৎপাদনের সক্ষমতা রয়েছে। আমরা জ্ঞানভিত্তিক কোম্পানি এবং ওষুধ প্রস্তুতকারকদের সহায়তায় গুণমান ঠিক রেখে স্বল্প খরচে তা উৎপাদন করতে পারি। সূত্র: তেহরান টাইমস।
.